রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ীর বালিয়াকান্দি-রাজবাড়ী, বালিয়াকান্দি-মধুখালী সড়ক ও জনপদ বিভাগের সড়কের দুপাশের গাছ রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে। দিনের পর দিন চুরি হলেও সড়ক ও জনপদ বিভাগ রয়েছে রহস্যজনক নীরব। এ গাছ চুরির সাথে স্থানীয় কাঠ ব্যবসায়ী ও সড়ক ও জনপদ বিভাগের কতিপয় কর্মচারী জড়িত বলেও এলাকায় চাউর হচ্ছে। জানা যায়, বালিয়াকান্দি-মধুখালী ও বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের দুপাশের গাছ দিনের পর দিন মরে শুকিয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে মরাগাছগুলোতে পচন ধরছে। সম্প্রতি জামালপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের ডাক্তার বাড়ির মোড়ে সত্য পালের বাড়ির সামনে সড়কে গাছের গোড়া কর্তন করে এলাকার চিহ্নিত চোর চক্র। সত্য পাল জানান, চোরেরা প্রায়ই রাস্তার গাছ কেটে নিয়ে যায়। দিনের পর দিন রাস্তার দুপাশের গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। ফলে রাস্তায় দিনে দিনে গাছের সংখ্যা কমছে। আরিফ, জমিরসহ এলাকার লোকজন জানায়, এ সড়কের দুপাশ থেকে দিনের পর দিন রাতের অন্ধকারে গাছ চুরি হয়ে যাচ্ছে। তবে সড়ক ও জনপদ বিভাগের কর্মচারীরা আসলেও তাদের কোন উদ্যোগ নেই। এ চুরির সাথে সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী ও এ এলাকার কাঠ ব্যবসায়ীরা জড়িত। কাঠ ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করলেই চুরির বিষয়টি বেরিয়ে পড়ছে। জামালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও কাঠ ব্যবসায়ী শুকুর আলী জানান, প্রায়ই রাস্তার দুপাশের মরা ও তাজা গাছ চুরি হয়ে যাচ্ছে। তবে কেউ খোঁজ নেয় না। বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের নজরে নেয়া উচিত। তবে সড়কের দুপাশের গাছ শুকিয়ে মরে পচে নষ্ট হলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করছে না। গাছগুলো বিক্রি করলে সরকারি কোষাগারে রাজস্ব বাড়বে। নইলে কোটি টাকার গাছ রোদ-বৃষ্টিতে পচে নষ্ট হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।