Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্রাম্যমাণ আদালতে ১৬ মাদকসেবীর জরিমানা

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে গাঁজা ও হিরোইনসহ ১৬ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। মাদকসেবীদের পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। শহরের বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়। এ সময় গাঁজা, হিরোইন ও অন্যান্য মাদকসেবন এবং অপরাধে ১৬ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে শহরের মুন্সিপাড়ার আরমান, একই এলাকার আকবর, পুরাতন বাবুপাড়ার সুজন, পুরাতন বাবুপাড়ার আহাদ, ইসলামবাগ এলাকার সনু, নতুন বাবুপাড়ার রাজু, নওগাঁর বদলগাছির জিল্লুর, পার্বতীপুরের বাবর, উপজেলার বোতলাগাড়ীর সামাদ, ইসলামবাগের মনু, অফিসার্স কলোনীর রাজু আহমেদ, পশ্চিম পাটোয়ারীপাড়ার লালবাবু, কামারপুকুরের মমিনুল। আটককতৃদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী প্রত্যেকের ১ হাজার টাকা জরিমানা করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালতে ১৬ মাদকসেবীর জরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ