ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার টটেনহ্যামের বিপক্ষে তাদের ঘরের মাঠ হস্পার্স স্টেডিয়ামে ২-২ গোলের ড্র করেছে লিভারপুল। এর মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচে জয় তুলে নেয়ার পর প্রথমবারের ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের শির্ষরা৷ সঙ্গে ম্যানসিটির সঙ্গে তারা শিরোপার জন্য যে লড়াই করছিল সেটিতেও ছোটখাট একটি ধাক্কা খেয়েছে বলা যায়৷
তবে ম্যাচটিতে ড্র করলেও দুটি গোল করেছে লিভারপুল ৷ আর এরমাধ্যমে একটি রেকর্ডের দ্বারপ্রান্তে আছে তারা। সেটি হলো ইংলিশ ক্লাবগুলোর মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সবচেয়ে বেশি অ্যাওয়ে ম্যাচে গোল করা। আরেকটি অ্যাওয়ে ম্যাচে গোল করলেই তারা হয়ে যাবে ইতিহাসের অংশ। ১৯৫৮ সাল থেকে শুরু করে ১৯৬০ সাল পর্যন্ত ২৯টি অ্যাওয়ে ম্যাচে গোলের দেখা পেয়েছিল ওলভারহামটন। যা এখন পর্যন্ত কেউ ছুঁতে পারেনি৷ লিভারপুল রবিবারের ম্যাচটিসহ টানা ২৮টি ম্যাচে গোল করেছে৷ লিভারপুলের সামনে এবার সে সুযোগ এসেছে। দেখা যাক তারা তা করতে পারেন নাকি।
এদিকে ম্যাচটির ১৩ মিনিটের সময় হ্যারি কেন গোল করে টটেনহ্যামকে প্রথমে এগিয়ে নেন। এরপর ৩৫ মিনিটের সময় গোলটি শোধ করেন দিয়েগো জোতা। উল্টো ৭৪ মিনিটের সময় অ্যান্ড্রু রবার্টসন লিভারপুলকেই এগিয়ে নেন৷ তবে টটেনহ্যাম আবার সমতায় ফিরতে খু্ব বেশি সময় নেয়নি৷ সন হুন মিন অ্যালিসন বেকারের ভুলে সহজ গোল করে ৭৪ মিনিটের সময় গোল করে দলকে হারের শঙ্কা থেকে বাঁচান। ৭৭ মিনিটের সময় রেডদের গোলদাতা রবার্টসন ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন৷ কিন্তু এ সুযোগ কাজে লাগাতে পারেনি আন্তোনিও কন্তের টটেনহ্যাম৷