Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার অ্যাশেজেও করোনার হানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৭ এএম

বিশ্বজুড়ে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। এবার করোনা হানা দিল অ্যাশেজেও। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার মর্যাদার এই লড়াইয়ে থাকা দুই মিডিয়া কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন স¤প্রচার দলের সদস্য এবং অপরজন সাংবাদিক। স¤প্রচার দলের সদস্যরা জৈব সুরক্ষা বলয়ে থেকে কাজ করছিলেন। ঐ সাংবাদিকও ছিলেন বলয়ে। তিনি আবার অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানের সাক্ষাৎকার নিয়েছিলেন। স্বাস্থ্যবিধি মেনে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল বলে মালান খেলা চালিয়ে যাচ্ছেন। তবে অ্যাশেজের সাথে সংশ্লিষ্ট দুইজন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি উদ্বেগ ছড়াচ্ছে।
যে সাংবাদিক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তাকে গতকাল চতুর্থ দিন মাঠে আনা হয়নি, এমনকি তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও মাঠে আসতে বারণ করা হয়। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের দাবি, আক্রান্ত সাংবাদিক ইংল্যান্ডের এবং তিনি বিবিসি রেডিওর কর্মী। তার সংস্পর্শে এসেছিলেন যারা তাদের মধ্যে আছেন গেøন ম্যাকগ্রা ও ইশা গুহ। তাদের তাই চতুর্থ দিনের ধারাভাষ্য থেকেও বিরত রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ