Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অর্ধ বিলিয়ন ডলারে গানের স্বত্ব বিক্রি করলেন ব্রুস স্প্রিংস্টিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

জীবন্ত রক কিংবদন্তী ব্রুস স্প্রিংস্টিন তার গানের স্বত্ব সোনি মিউজিকের কাছে আধ বিলিয়ন ডলারে বিক্রি করেছেন। নিউ ইয়র্ক টাইমস এবং বিলবোর্ড সাময়িকী জানিয়েছে, গায়ক-গীতিকার তার সুপারহিট ‘বর্ন ইন দি ইউএসএ’সহ সমগ্র গানের সংগ্রহ উল্লিখিত দামে বিক্রি করেছেন। ‘বর্ন ইন দি ইউএসএ’ গানটি সিঙ্গেল হিসেবে ৩ কোটি কপি বিক্রি হয়েছে। টাইমস বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে, তবে সোনি এই চুক্তির প্রকৃত বিনিময় মূল্য প্রকাশ করেনি। সোনির ভাষ্যে স্প্রিংস্টিন বলেছেন : “গত ৫০ বছরে সোনির পুরুষ ও নারীরা আমাকে শিল্পী হিসেবে যতটা মানুষ হিসেবে ততটাই সম্মান দেখিয়েছে। আমি যাদের জানি আর যাদের ওপর আস্থা রাখি তারা আমার গানের ঐতিহ্য এগিয়ে নিয়ে যাবে বলে আমি রোমাঞ্চিত বোধ করছি। ‘দ্য বস’ এবং ‘অ্যামেরিকা’জ ড্যাড’ নামে সমধিক পরিচিত স্প্রিংস্টিন (৭২) তার ক্যারিয়ারের পুরোটাই সোনির কলাম্বিয়া রেকর্ডসের হয়ে গান রেকর্ড করেছেন এবং তার ১৫ কোটি কপি রেকর্ড বিক্রি হয়েছে। সারা বিশ্বব্যাপী নন্দিত নিউ জার্জিতে জন্মগ্রহণকারী এই রকার ২০টি গ্র্যামি জয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রুস স্প্রিংস্টিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ