Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ননী, সম্পাদক মাসুদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ৭:৪৮ পিএম

জাসদ ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাশিদুল হক ননী আর সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ। আজ রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিদায়ী সভাপতি আহসান হাবিব শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

অধিবেশনে ননীকে সভাপতি ও মাসুদকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য সংগঠনের কেন্দ্রীয় সংসদ গঠন করা হয়। হাসানুতুজ্জামান বাবুকে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাসান আজিজ জনিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় জাসদ ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সম্মেলন শেষে গতকাল বিকেল থেকে আজ দুপুর পর্যন্ত টিএসসি মিলনায়নায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ