Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের নতুন কমিটিকে মুসলিম লীগের অভিনন্দন

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবেদা কাদের চৌধুরী, নির্বাহী সভাপতি আব্দুল আজীজ হাওলাদার, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাবেক এমপি এডভোকেট বদরুদ্দোজা আহমেদ সুজা, প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য আতিকুল ইসলাম ও মহাসচিব কাজী আবুল খায়ের এক যুক্ত বিবৃতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে তারা আওয়ামী লীগের ২০তম কাউন্সিল অধিবেশন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে তারা আগামীতে শান্তিপূর্ণভাবে দলীয় কর্মকা- ও গণতান্ত্রিক কর্মসূচি পালনে সরকার ও পুলিশ প্রশাসন থেকে বিরোধী দলগুলো অনুরূপ সহযোগিতা পাবে বলে আশা প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের নতুন কমিটিকে মুসলিম লীগের অভিনন্দন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ