Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রাঞ্চেসকা চেসারিনি: আছে শুধু এক পা আর বিশ্বজয়ের সাহস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ৫:৩২ পিএম

ফ্রাঞ্চেসকার জন্মই হয়েছে দুই হাত আর এক পা ছাড়া৷ পায়ের একটা অংশ না থাকায় নকল পা লাগানো হয়েছে৷ কিন্তু নকল কব্জি লাগানোর পরও তা ব্যবহার করতে রাজি হয়নি ফ্রাঞ্চেসকা৷ নকল হাত নাকি তার ভালো লাগে না৷

সেই সকালে কী যে হয়েছিল ফ্রাঞ্চেসকার এখনো বুঝতে পারেন না ভ্যালেরিনা৷ ঘুম থেকে উঠে এসেই বলল, ‘‘মা, আমি অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হবো৷’’ মেয়ের মুখে এমন কথা শুনে অবাক হলেও বিরক্ত হননি৷ বরং দুই হাতের কব্জি আর একটা হাত না থাকার পরও মেয়ে যে এমন একটা স্বপ্ন দেখতে পারছে তা দেখে খুশিই হয়েছিলেন৷

আর দশটা সাধারণ কিশোরীর মতো ফ্রাঞ্চেসকারও ম্যাকডোনাল্ডসের খাবার ভালো লাগে, ভালো লাগে পপ গান শুনতে৷ ও দাঁতে ব্রেস পরে, গলায় পরে কালো নেকলেস৷ আর হ্যারি পটারের এমন ভক্ত যে কল্পনায় হ্যারি পটারের মতো অনেক কিছুই করে যায় সবসময়৷ তবে জীবন চলায় জাদুর ওপর কখনোই ভরসা রাখেনি৷ পেরুজ্জিয়া শহরের মেয়েটি জানে, সফল হতে হলে নিরলস পরিশ্রমে আস্থা রাখতে হবে তাকে৷

ফ্রাঞ্চেসকা সাধারণ কোনো অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হতে চাইলে এতদিনে হয়ত হারিয়ে যেতো৷ কিন্তু মধ্য ইটালির পেরুজ্জিয়া শহরের মেয়েটি যত শেখে, শেখার আগ্রহ আরো বাড়ে তার৷ নিজের ঘরে তো অনুশীলন করেই, স্থানীয় জিমে গিয়েও প্রশিক্ষণ নেয় কোচ এলেনা ইম্ব্রোনিয়োর কাছে৷

দুই হাত নেই৷ একটা পা না থাকায় কাজ চালাতে হয় নকল পা দিয়ে৷ তারপরও অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হওয়ার স্বপ্নকে অজেয় মনে করেনি ফ্রাঞ্চেসকা৷ তাই মাত্র ১৫ বছর বয়সেই সে বিশ্ব চ্যাম্পিয়ন৷ হাত বা পা না থাকলেও যে অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হওয়া যায়- তা এখনো কম মানুষই ভাবতে পারে৷ তাই প্রতিযোগিতায় ফ্রাঞ্চেসকার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না৷ সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ