গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
গণমাধ্যমে আসা ‘মানবাধিকার কমিশন ঘুমিয়ে থাকে’—এমন কথা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। রবিবার জাতীয় মানবাধিকার কমিশনের অফিসে গত দুই বছরের কার্যক্রম নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, মানবাধিকার কমিশন ঘুমিয়ে থাকে, ব্যর্থ হয়ে গেছে —সস্প্রতি গণমাধ্যমে এমন কিছু কথা এসেছে। তবে এসব কথা ঠিক নয়। সম্প্রতি খাদিজা নামে এক গৃহকর্মীকে ৫০ হাজার টাকা ক্ষতিপুরণ এনে দিয়েছে মানবাধিকার কমিশন। এটি কমিশনের একটি সাফল্য।
গুম-খুনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, মানবাধিকার কমিশন বিচার বর্হিভুত হত্যাকাণ্ড সমর্থন করে না। এসব বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন চাইতে পারে। এ ক্ষমতা আমাদের আছে, কিন্তু এসবের বিষয়ে তদন্ত করার ক্ষমতা নেই। এ বিষয়ে আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। আইন সংশোধন প্রস্তাব জাতীয় সংসদের আগামী অধিবেশনে তোলা হবে।
সম্প্রতি র্যাবের সাবেক-বর্তমান কয়েকজন সদস্যের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের মহাপরিদর্শকসহ র্যাবের ছয় কর্মকর্তার নিষেধাজ্ঞার বিষয়টিতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কি না তা দেখা হচ্ছে। এ বিষয়ে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের চিঠির অপেক্ষায় আছি আমরা। চিঠি পাওয়ার পরই আনুষ্ঠানিক অবস্থান জানাবে কমিশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।