লা লিগায় শনিবার রাতে এলচির বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচটিতে দলের হয়ে দ্বিতীয় গোল করেন গাভি৷ যা কাতালানদের হয়ে তার প্রথম গোল।
ম্যাচের ১৯ মিনিটের সময় দুর্দান্ত দক্ষতায় গোলটি করেন তিনি৷ এই গোলটি করার সময় তার বয়স ছিল ১৭ বছর ১৩৫ দিন। আর এর মাধ্যমে তিনি এখন ক্লাবটির তৃতীয় সর্ব কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন৷ আগে এ রেকর্ডটি ছিল কিংবদন্তি লিওনেল মেসির৷ আর্জেন্টাইন সুপারস্টার মেসি বার্সায় তার প্রথম গোলের দেখা পান ১৭ বছর ৩৩১ দিনের মাথায়।
স্প্যানিশ জায়ান্টদের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডটি হলো আনসু ফাতির৷ তিনি ১৬ বছর ৩০৪ দিনের মাথায় পেয়ে যান নিজের প্রথম গোল৷ দলে সুযোগ পেয়েই ব্যপক হৈ চৈ ফেলে দেয়া ফাতি অবশ্য গত কয়েকদিন ধরে টানা ইনজুরিতে ভুগছেন। বিভিন্ন ইনজুরির কারণে এখন মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে। অপরদিকে বার্সার দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোল দাতা হলেন বোজান৷ তিনি ১৭ বছর ৫৩ দিন বয়সে গোল করে রেকর্ড গড়েন। সূত্রঃ মার্কা।