Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তানের মৃত্যুর প্রতিশোধ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

বানরের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁও এলাকার একটি গ্রামের লোকজন। গ্রামবাসীদের দাবি, গত মাসে বানরের বাচ্চাকে একদল কুকুর ঘেরাও দিয়ে মেরে ফেলেছিল।
এরপর থেকে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বানরের একটি বিশাল দল। কুকুর ছানা দেখলেই তুলে নিয়ে উঁচু জায়গা থেকে নিচে ফেলে মেরে দিচ্ছে। এক মাসে বানরের হামলায় কমপক্ষে ২৫০ কুকুর ছানার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। বানর দলের দাপটে গ্রামবাসীরাও আতঙ্কে রয়েছেন।
মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে লাভুল গ্রামে প্রায় ৫ হাজার লোকের বাস। তাদের দাবি, বর্তমানে গ্রামে আর কোনও কুকুর ছানাই বেঁচে নেই। অভিযোগ, গত মাসে অন্তত ২৫০ কুকুর ছানাকে মেরে ফেলেছে ‘ক্ষিপ্ত’ বানরের দল।

গ্রামবাসীরা বলছেন, বানরদের প্রতিশোধের জেরেই এই অবস্থা। বানরের একটি ছানাকে একদল কুকুর মেরে ফেলার পর থেকেই এই ঘটনার সূত্রপাত। বানররা কুকুর ছানা দেখলেই তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপর উঁচু জায়গা থেকে নিচে ছুড়ে ফেলে মারছে। বর্তমানে গ্রামে একটিও কুকুর ছানা বেঁচে নেই।

গ্রামবাসীরা বন দফতরের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু বন দফতর একটিও বানরকেও ধরতে সমর্থ হয়নি। গ্রামের কিছু লোক বানরের হাত থেকে কুকুর ছানাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। আর তা করতে গিয়ে উঁচু জায়গা থেকে পড়ে বেশ কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছেন। সূত্র : ডেইলি মেইল, দ্য সান ইউকে।



 

Show all comments
  • Anwar Hossain ১৯ ডিসেম্বর, ২০২১, ৭:০৪ এএম says : 0
    এখানে তথাকথিত পশুপ্রেমীদের দেখা যাচ্ছে না কেন। তাদের মন্তব্য জানতে চাই।
    Total Reply(0) Reply
  • Mita Biswas ১৯ ডিসেম্বর, ২০২১, ৭:০৪ এএম says : 0
    তবে যে পণ্ডিতরা ঞ্জানিরা গুনিজনেরা বলেন পশুদের মধ‍্যে হিংসা নেই
    Total Reply(0) Reply
  • Mohammed Hachan ১৯ ডিসেম্বর, ২০২১, ৭:০৫ এএম says : 0
    ভড় রহস্য কাহিনী,বাদর হয়ে প্রতিবাদ করতে পারে, আমরা বাংলাদেশীরা মানুষ হয়ে ভোয়াডারে হত্যা প্রতিবাদ করতে পারিনা!
    Total Reply(0) Reply
  • Shan Baidya ১৯ ডিসেম্বর, ২০২১, ৭:০৫ এএম says : 0
    যাক পশুরা ও মাঝে মধ্যে মানুষের মত আচরণ করে,,,,, তবে সব প্রাণী একই আচরণ করে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ