পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়ে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছ ৬৮১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। যার মধ্যে ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৭০ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়েছে।
গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ৮৮ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৭ কোটি ৪৯ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯ পয়েন্টে এবং ৩ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৬৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ারদর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ফরচুনা সু, ডোরিন পাওয়ার, মবিল যমুনা, কেডিএস, আইটিসি, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, অ্যাকমি ল্যাবরেটরিজ, গ্রামীণ ফোন এবং শাহজিবাজার পাওয়ার।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৬ কোটি ৯৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনদেন কমেছে ১ কোটি ২৩ লাখ টাকার বেশি।
সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৭০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪১৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৫০ সূচক ০ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১২ হাজার ৯১৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ারদর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফরচুনা সু, বিএসআরএম লিমিটেড, গ্রামীণ ফোন, ডোরিন পাওয়ার, ইয়াকিন পলিমার, সিঙ্গার বিডি, অ্যাকমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড পাওয়ার, সিভিও পেট্রোক্যামিকেল এবং ন্যাশনাল পাওয়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।