Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ১২ দশমিক ৮৬ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ২৫ পয়েন্ট। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫২৮ কোটি ৩৪ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৪০৩ কোটি ৭২ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১২৪ কোটি ৬২ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৯৬ কোটি ৩৪ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ১৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২২ কোটি ২০ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭১ পয়েন্টে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৯ পয়েন্টে এবং ৩ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৭২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ইসলামী ব্যাংক, ডিবিএইচ, বিএসআরএম লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, মবিল যমুনা এবং স্কয়ার ফার্মা। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩১ কোটি ৯৯ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৪১ লাখ টাকার বেশি। এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৫ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৪৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪০ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ইসলামী ব্যাংক, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, এভিন্স টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, লাফার্জ সুরমা সিমেন্ট, ডিবিএইচ, ন্যাশনাল ফিড এবং সিটি ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ