Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে গতকালের লেনদেন। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ২৩ দশমিক ৬০ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ৪৩ দশমিক ১০ পয়েন্ট। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৮১ কোটি ৮৮ লাখ টাকা। আগের দিন অর্থাৎ গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬১ কোটি ৮২ লাখ টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫২ কোটি ১৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৮৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে  লেনদেন বেড়েছে ১১ কোটি ৩০ লাখ টাকা। গতকাল ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ১১ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক ১ হাজার ৭৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম  বেড়েছে ১৬৫টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারদর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ  তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, যমুনা অয়েল এবং অ্যাকমি ল্যাবরেটরিজ।
অন্যদিকে গতকাল সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৯ কোটি ৭৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৩  কোটি ৫১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে গতকাল শেয়ার লেনদেন বেড়েছে ৮ কোটি ৭৬ লাখ টাকার বেশি। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৫৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির মধ্যে দাম  বেড়েছে ১২৩টির, কমেছে ৯৪টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ারদর। টাকার অঙ্কে এদিন সিএসইতে  লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ তিতাস গ্যাস, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, প্রিমিয়ার সিমেন্ট, গ্রামীণফোন,  বেঙ্গল উইন্ডসর, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ