মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত রোববার আচমকা টর্নেডোয় বিপর্যস্ত হয়েছিল যুক্তরাষ্ট্রের অন্তত ছ’টি প্রদেশ। এর মধ্যে পাঁচটি প্রদেশ কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছিল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল আমেরিকা। পণ্য পরিবহন সংস্থা আমাজনের এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠল, ওই তাণ্ডবের মধ্যেই পণ্য ডেলিভারি করার জন্য তার এক কর্মীকে জোর করার! তিনি হুমকি দেন, অন্যথায় চাকরিটি খোয়াবেন ওই ট্রাক চালক। তার এমন অমানবিকতায় বিস্মিত সবাই।
ঠিক কী অভিযোগ? জানা যাচ্ছে, আমেরিকার ইলিনয়েসে আমাজনের এক ট্রাক চালক ঝড়ের মধ্যেই পণ্য ডেলিভারি না করে ফিরে আসার কথা জানান তার বসকে। কিন্তু ওই প্রবল ঝড়ের মধ্যেও চালককে অফিসে না ফিরে পণ্য ডেলিভারি করতে যেতেই নির্দেশ দেন তিনি। অথচ চালক তরুণী অসহায় সুরে জানান, তিনি যেখানে আছেন, সেখানে ইতিমধ্যেই শোনা যাচ্ছে টর্নেডোর সাইরেন। কিন্তু এই কথাতেও চিঁড়ে ভেজেনি। বস তাকে সটান জানিয়ে দেন, সাইরেন স্রেফ একটা সতর্কতা। তার বেশি কিছু নয়।
ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে দু’জনের মধ্যে চালাচালি হওয়া কথোপকথনের স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে, ওই ডেসপ্যাচার পরিষ্কার লিখছেন, “যদি তুমি ফিরে আসো সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি তোমাকে বলতে পারি এর সঙ্গে তোমার নিরাপত্তার সম্পর্ক নেই। এই সময় যেটা করতে হয়, যেখানেই আছ, সেখানেই থাকার। কিন্তু তুমি যদি তোমার কাছে প্যাকেজগুলি নিয়েই ফিরে আসো তাহলে তা তোমার রুট প্রত্যাখ্যান বলেই ধরা হবে। আর তার ফলে শেষমেশ আগামিকাল সকালেই তুমি চাকরিটি খোয়াবে।”
স্ক্রিনশট ছড়িয়ে পড়ারই ওই আমাজন ডেসপ্যাচারের অমানবিক আচরণের নিন্দায় মুখর সকলে। এই পরিস্থিতিতে মুখ খুলেছে আমাজনও। সংস্থার এক মুখপাত্র কেলি নান্টেল জানিয়েছেন, ওই ব্যক্তি আমাজনের নির্দিষ্ট নিরাপত্তা বিধি মানেননি। তার মতে, ওই সময় ডেসপ্যাচারের উচিত ছিল চালককে নিরাপদ স্থানে থাকতে বলা। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।