Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যারিসে বাতিল করা হলো বর্ষবরণের আতশবাজি উৎসব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৭:১৫ পিএম

২০২২ নববর্ষের প্রাক্কালে পূর্ব-পরিকল্পিত আতশবাজি উৎসব বাতিল করলো প্যারিস। শনিবার মহামারি করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সরকারের নতুন নিয়মের সাথে সঙ্গতি রেখে,চ্যাম্পস এলিসিস এভিনিউতে হয়ে আসা আতশবাজি উৎসব বাতিল করা হয়েছে বলে বিএফএম টিভি থেকে জানা গেছে।
শুক্রবার ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স জানান, সর্বসাধারণের জন্য নববর্ষের প্রাক্কালে হওয়া আতশবাজিসহ উন্মুক্ত অনুষ্ঠানগুলো এবারে বাতিল করা হয়েছে। ব্যক্তিগত আয়োজনগুলোতেও অংশগ্রহনের জন্য নিজ উদ্যোগে সুরক্ষা পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
এছাড়াও ভ্যাকসিন নিতে বাধ্য করার জন্য আগামীবছর দেশটির নাগরিকদের হেলথ পাস-কে ভ্যাকসিন পাসে পরিবর্তন করার বিল পেশ করবে দেশটির সরকার। এর মানে জনসাধারণকে যে কোন দুরপাল্লার যানবাহনে বা রেস্তোরাঁয় যেতে গেলে দেখাতে হবে এই ভ্যাকসিন পাস। সূত্র : বিএফএম টিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ