Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী ১৫ জানুয়ারী সিলেটে আল্লামা ফুলতলী (র.) ইসালে সাওয়াব মাহফিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৭:১৪ পিএম

আগামী ১৫ জানুয়ারি সিলেটের আল্লামা আব্দুল লতিফ ফুলতলী (রাহ.)-এর ১৪তম ইসালে সাওয়াব মাহফিল। মোবারক এ অনুষ্ঠিত হবে জকিগঞ্জস্থ তাঁর নিজ বাড়ি সংলগ্ন বালাই হাওরে। এ মাহফিল সফল করার লক্ষে বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা ২টায় নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী, আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র স্থায়ী কমিটির সেক্রেটারি মাওলানা এম এ নূর ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি দুলাল আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ, তালামিযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারি সোসাইটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং বিভিন্ন মাদরাসা প্রধান ও শিক্ষকবৃন্দ। আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, অধ্যক্ষ মাওলানা জ উ ম আব্দুল মুনঈম, নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সৎপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, আনজুমানে আল ইসলাহ ইউকে’র জেনারেল সেক্রেটারী মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবূ জাফর মুহাম্মদ নুমান, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, স্কুল অব এক্সেলেন্স-এর প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ শেখ মকন মিয়া, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি হুমায়ূনুর রহমান লেখন, সাবেক সহ সভাপতি মুহিবুর রহমান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, মাস্টার আহমদ আলী, ইউএসএ নেতা মাওলানা ছুন্নাতুর রহমান, সিলেট মহানগর সভাপতি আলহাজ্জ শাহজাহান মিয়া, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা কাজী নজমুল ইসলাম, মৌলভীবাজার জেলা’র মাওলানা এনামুল হক, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অফিস সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ ও দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।



 

Show all comments
  • Jamal Ahmed ১৮ ডিসেম্বর, ২০২১, ৮:৪৭ পিএম says : 0
    masha Allah
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ