Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিলিপাইনে টাইফুন ‘রাই’য়ের আঘাতে ১৯ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৫:৫৬ পিএম

গত শুক্রবার (১৭ ডিসেম্বর) ফিলিপাইনে শক্তিশালী টাইফুন “রাই” এর আঘাতে কমপক্ষে ১৯ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। তবে এ বিষয়ে তারা বিস্তারিত জানাননি। টাইফুনটি বর্তমানে দক্ষিণ ও মধ্য দ্বীপ প্রদেশের মধ্য দিয়ে তাণ্ডব চালিয়ে দক্ষিণ চীন সাগর অতিক্রম করেছে।
কর্মকর্তারা বলছেন, পূর্ব অনুমোদিত ব্যবস্থা হিসেবে তিন লাখেরও বেশি মানুষকে আগে থেকেই নিরাপদে সরিয়ে নেয়া হয়। এর ফলে অনেকের জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলেও জানান তারা।
শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ টাইফুনের কারণে পুরো প্রদেশে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দেশটির কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশটির জাতীয় পুলিশ ১৯ জনের মৃত্যুর কথা জানালেও সরকারের প্রধান দুর্যোগ সাড়াদান সংস্থা ১২ জনের কম মৃত্যুর কথা জানিয়েছেন। নিহতদের বেশির ভাগই গ্রামের বাসিন্দা। সূত্র : সিনহুয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ