ফিফা চায় দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করতে৷ কিন্তু এ বিষয়টি যে কোনভাবে আটকাতে চাইছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও লাতিন আমেরিকার কনমেবল। এই দুটি মহাদেশীয় সংস্থা সরাসরি ফিফার বিরোধীতা করেছে।
ফিফাকে চাপে ফেলতে এবার আরেকবার এক্যবদ্ধ হতে যাচ্ছে উয়েফা আর কনমেবল৷ শোনা যাচ্ছে উয়েফা ২০২৪ সাল থেকে তাদের নেশন্স লিগে যোগ করবে লাতিন আমেরিকার ১০টি দেশের সবগুলোতে। মানে ২০২৪ সাল থেকে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশগুলো ইউরোপের নেশন্স লিগে খেলবে। গত সপ্তাহে উয়েফা ও কনমেবল সমঝোতা চুক্তি করে৷ সেই চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত একইসাথে কাজ করবে তারা। তারই অংশ এ প্রচেস্টা। তবে লাতিন আমেরিকার দলগুলো খেললেও নেশন্স লিগের ম্যাচগুলো তাদের খেলতে হবে ইউরোপেই৷ কারণ নয়তো খেলোয়াড়দের ভ্রমণ নিয়ে বেশ ঝামেলায় পরতে হবে। অপরদিকে লাতিন আমেরিকার বড় তারকারা যেহেতু ইউরোপের লিগেই খেলেন, তাই তারা সহজেই নেশন্স লিগের ম্যাচগুলোতে খেলতে পারবে৷
দুইদিন আগেই ইউরোর চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে লন্ডনের ওয়েম্বলিতে একটি ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে এই দুই মহাদেশীয় সংস্থা। আগামী ১ জুন হবে দুই মহাদেশের চ্যাম্পিয়নের লড়াই৷
এ ম্যাচ আয়োজনের ঘোষণা দেয়ারপর নেশন্স লিগে লাতিন আমেরিকার দেশগুলোকে যোগ করার ব্যপারে ইঙ্গিত দিয়েছেন উয়েফার ভাইস প্রেসিডেন্ট জিগনিউ বনিয়েক৷ তিনি পোল্যান্ডের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বর্তমান ফরমেটে এটিই হবে নেশন্স লিগের শেষ আসর। আমরা কনমেবলের সঙ্গে একটি বৈঠক করেছি৷ ২০২৪ সাল থেকে ওই অঞ্চলের ১০টি দেশ নেশন্স লিগে যোগ দেবে। তখন কোন ফরমেটে হবে? এ নিয়ে কাজ করছি। নেশন্স লিগের জন্য যেহেতু নির্দিষ্ট সময় বরাদ্ধ করা তাই আমরা খুব বেশি পরিবর্তন করতে পারব না।’