Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক গোল করে রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন লেভানদোস্কি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৭:৪৬ এএম
জার্মান বুন্দেসলিগায় আজ ভলফসবার্গের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে একটি গোল করেছেন রবার্ট লেভানদোস্কি। এর মাধ্যমে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর এক বছরে করা সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন লেভা। আজকের ম্যাচটিতে তিনি যে গোলটি তিনি করেছেন সেটি ছিল ২০২১ সালে তার ৬৯তম গোল। ২০১৩ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়ালে খেলার সময় ৬৯টি গোল করেন৷ তবে এক বছরে সবচেয়ে বেশি গোল করার মালিক হলেন লিওনেল মেসি। তিনি শুধুমাত্র ২০১২ সালে ৯১টি গোল করেন। তার এই রেকর্ডটি ভাঙার কোন সুযোগ নেই এই পোলিশ স্ট্রাইকারের৷ 
 
তাছাড়া লেভানদোস্কি ২০২১ সালে বুন্দেসলিগায় এখন পর্যন্ত করেছেন ৪৩টি গোল৷ এর মাধ্যমে জার্ড মুলারের ১৯৭২ সালে করা ৪২টি গোলের রেকর্ডটি ভেঙে দিয়েছেন লেভানদোস্কি। 
 
এদিকে ম্যাচটিতে লেভানদোস্কি তার গোলটি করেন ৮৭ মিনিটের সময়। তিনি বল জালে জড়ানোর আগে আরো তিনটি গোল হয়ে যায়। ফলে ম্যাচটিতে তার এই গোলটি শুধুমাত্র গোলের ব্যবধানই বাড়ে। 
 
ম্যাচচিতে ৭ মিনিটের সময় থমাস মুলার গোল করেন। এরপর ৫৭ মিনিটে উপামাকানো ব্যবধান দ্বিগুণ করেন। এর মাত্র দুই মিনিট পর লিওরে সানে গোল করে তখনই দলের বড় জয় নিশ্চিত করে ফেলেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ