ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আসছে জানুয়ারী মাসেই বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন এডিসন কাভানি। এর মাধ্যমে গোল পাওয়ার যে সমস্যায় বার্সা ভুগছে সেটি দূরও হবে।
সার্জিও আগুয়েরো হার্টের সমস্যার কারণে হঠাৎ করে অবসর নিয়েছেন। ফলে তার জায়গায় তৈরী হয়েছে শূণ্যস্থান। সঙ্গে বেতনও দিতে হচ্ছে না বার্সার। ফলে এখন খুব সহজেই কাভানিকে নিয়ে আসতে পারবে তারা। আর ম্যানচেস্টার ইউনাইটেডে যেহেতু মাঠে খেলার সুযোগ খুব বেশি একটা মিলছে না, তাই কাভানি কোন দেরি না করে জানুয়ারী মাসেই নিজের নতুন ঠিকানা খুঁজে নিতে চান। আর জানা গেছে নতুন ঠিকানা হিসেবে বার্সার সঙ্গে আপাতত ছয় মাসের চুক্তি করবেন তিনি। তার কাছে প্রস্তাব নিয়ে এসেছিল আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সও। কিন্তু তিনি বেঁছে নিয়েছেন বার্সাকেই।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডেরও কাভানিকে ছাড়তে কোন সমস্যা নেই। রোনালদো ফিরে আসার পর কাভানিকে চাইলেও দল আর তেমন সুযোগ দিতে পারছে না৷ ফলে তাকে যেতে দিয়ে নিজেদের বেতনের ভার কমানোতে রেড ডেভিলদের কোন আপত্তি নেই। সূত্র : মার্কা।