Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হার্টে মেশিন বসানোয় ইন্টারমিলান ছাড়তে হলো এরিকসনকে!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ১০:৫২ পিএম
সর্বশেষ ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের মধ্যকার ম্যাচটিতে মাঠের মধ্যে পড়ে যান ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন। এরপর থেকে আর পেশাদার ম্যাচে মাঠে নামেননি তিনি। বর্তমানে সেরে উঠার পর্যায়ে আছেন। তবে এই সময়েই নিজের বর্তমান ক্লাব ইন্টার মিলানের সঙ্গে চুক্তি বাতিল করতে হয়েছে এরিকসনকে। 
 
ওই ঘটনার পর থেকে নিজের হার্টে কৃত্রিম যন্ত্র (হার্ট ডেফিব্রিলেটর) বসিয়েছেন তিনি। তবে ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে এ যন্ত্র নিয়ে ইতালির ফুটবলে খেলতে পারবেন না তিনি। তাই দুইপক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তিটি বাতিল করা হয়েছে। খবর ডেইলি মেইল। 
 
জানা গেছে এরিকসনকে বলা হয়েছিল তিনি যেন কৃত্রিম যন্ত্রটি খুলে ফেলেন৷ কিন্তু এরিকসন জানান তিনি এটি করতে পারবেন না। তবে ইন্টার মিলানও চায়নি এরিকসনকে এভাবে বিদায় জানাতে। কিন্তু তাদের কিছু করার ছিল না৷ ফলে সমঝোতার ভিত্তিতে তাদের বিষয়টি রফাদফা করতে হয়েছে। ২০২০ সালে টটেনহ্যাম থেকে ইন্টারে এসে ক্লাবটির হয়ে ৬০টি ম্যাচ খেলেন তিনি৷ এখন শোনা যাচ্ছে এরিকসন আবার ইংলিশ কোন ক্লাবে যেতে পারেন অথবা নিজ দেশ ডেনমার্কের কোন ক্লাবও যোগ দিতে পারেন। 
 
এরিকসনের চুক্তি বাতিল করার বিষয়টি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে ইন্টার মিলান৷ তারা ওই বিবৃতিতে তার ভবিষ্যত সাফল্য কামনা করে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ