নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ-ইংল্যান্ড, ১ম টেস্ট ৫ম দিন
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
টস : ইংল্যান্ড
ইংল্যান্ড ১ম ইনিংস : ১০৫.৫ ওভারে ২৯৩ ও ২য় ইনিংস : ৮০.২ ওভারে ২৪০। বাংলাদেশ ১ম ইনিংস : ৮৬ ওভারে ২৪৮ ও ২য় ইনিংস ৪র্থ দিন শেষে ৭৮ ওভারে ২৫৩ (ইমরুল ৪৩, মুমিনুল ২৭, সাকিব ২৪, মুশফিক ৩৯, সাব্বির ৫৯*, তাইজুল ১১*; বেটি ৩/৬৫, মঈন ২/৬০, ব্রড ২/২৬)
রান বল ৪ ৬
সাব্বির অপরাজিত ৬৪ ১০২ ৩ ২
তাইজুল এলবি ব স্টোকস ১৬ ৩৩ ২ ০
শফিউল এলবি ব স্টোকস ০ ২ ০ ০
অতিরিক্ত (বা ৯, লেবা ১৩, ও ১) ২৩
মোট (অলআউট, ৮১.৩ ওভার) ২৬৩
উইকেট পতন : ১-৩৫ (তামীম), ২-৮১ (ইমরুল), ৩-১০৩ (মুমিনুল), ৪-১০৮ (মাহমুদুল্লাহ), ৫-১৪০ (সাকিব), ৬-২২৭ (মুশফিক), ৭-২৩৪ (মিরাজ), ৮-২৩৮ (রাব্বি), ৯-২৬৩ (তাইজুল), ১০-২৬৩ (শফিউল)
বোলিং : বেটি ১৭-৩-৬৫-৩, মঈন ১৪-২-৬০-২, ওকস ৭-৩-১০-০, রশিদ ১৭-২-৫৫-১, ব্রড ১৫-৪-৩১-২, স্টোকস ১১.৩-২-২০-২।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।