গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় শেফালী বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেফালীকে উদ্ধার করে আনা সিএনজি চালক শাহআলম গণমাধ্যমকে বলেন, কয়েকজন লোক আমাকে মালিবাগ রেলগেট এলাকা থেকে ওই নারীকে ঢামেক হাসপাতালে পৌঁছে দিতে বলেন। আনার পর চিকিৎসক জানান তিনি মারা গেছেন। তিনি আরও বলেন, তাকে নিয়ে আসার সময় আরও একজন নারী ঢামেকে আসেন। তিনি জানিয়েছেন নিহতের নাম শেফালী বেগম। তার স্বামীর নাম লিয়াকত আলী। গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।