Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার ছোট পর্দায় পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

টেলিভিশনে ফিরছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তিনি ‘হুনারবাজ’ নামে একটি রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসবেন করণ জোহর আর মিঠুন চক্রবর্তীর সঙ্গে। অনুষ্ঠানটিতে অংশ নেয়া সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমি সবসময় সরাসরি দর্শকদের সঙ্গে মেলামেশা এবং ভাবের আদানপ্রদান পছন্দ করে এসেছি। আমি জানি, রিয়েলিটি শোতে এ ধরণের সুযোগ হয়, এখানে সরাসরি দর্শকদের নিজেদের কথা শোনা যায়। আমি আগেও রিয়েলিটি শোর অফার পেয়েছি, তবে কোনটাই সঠিক মনে হয়নি। এবার অবশ্য আমার কাছে এই অফারটি ভাল লেগেছে।’ ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বাহল’ দিয়ে বলিউডে পরিণীতির অভিষেক হয়েছিল। ২০১৪ সালে ‘ইন্ডিয়া’স বেস্ট সিনেস্টার্স কি খোঁজ’ নামে একটি গানের রিয়েলিটি শো দিয়ে তার টিভিতে অভিষেক হয়েছিল। এরপর তিনি বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানে অংশ নেন। ‘করণ জোহর এবং মিঠুন দার সঙ্গে একই মঞ্চে কাজ করা একটি বড় সম্মান। দুজনই আমাদের কাছে কিংবদন্তী,’ পরিণীতি বলেন। পরিনীতিকে আগামীতে অমিতাভ বচ্চন, অনুপম খের এবং বোমান ইরানির সঙ্গে ‘উনছাই’তে দেখা যাবে। তাকে আরও দেখা যাবে ‘এনিমেল’ ফিল্মে বলবীর কাপুরের বিপরীতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ