প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’। দেশের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। এটি যৌথভাবে পরিচালনা করেছেন জাবেদ মিন্টু ও জাহিদ হাসান। নায়ক-নায়িকা হিসেবে রয়েছেন তিন নতুন মুখ সানিয়া জামান জারা, এলিজা জামান তারা ও সুমন। আরো অভিনয় করেছেন রিনা খান, নানা সাহা, শুভ্রত ও অমিত হাসান। এতে রোমান্টিক ধাঁচের বেশ কয়েকটি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এ্যান্ড্রু কিশোর ও আগুন। পরিচালক জাবেদ মিন্টু বলেন, গতানুগতিক গল্পের বাইরে নতুন একটি গল্পের চলচ্চিত্র সবাইকে উপহার দিতে যাচ্ছি। এটি মৌলিক গল্পের চলচ্চিত্র। আমার গল্পের উপস্থাপনা একেবারেই আলাদা হবে। এটি একটি সুন্দর ত্রিভুজ প্রেমের গল্পের চলচ্চিত্র। বর্তমানে সিনেমাটির ডাবিং ও সম্পাদনার কাজ চলছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশব্যাপী বিভিন্ন মুক্তি পাবে বলে পরিচালক জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।