প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : এবার টেলিছবি পরিচালনা করলেন লেখক, উপস্থাপক, সঙ্গীতশিল্পী, গীতিকার মকবুল হোসেন পাইক। তার পরিচালনায় নির্মিত হয়েছে টেলিছবি ভালোবাসার আয়কর। এটি রচনাও করেছেন তিনি। অভিনয় করেছেন নওশীন, আজিজুল হাকিম, মাজনুন মিজান, দীপা খন্দকার, হাসান ফেরদৌস জুয়েল, দিলু খান, আফরোজা হোসেন, লিটন অধিকারীসহ একদল মঞ্চকর্মী। এতে গল্পের প্রয়োজনে আয়কর বিষয়ক ছড়া গান, আয়কর বিষয়ক কবি গান এবং আধুনিক গান সংযোজন করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে জীবনানন্দ দাশের বনলতা সেন ও সুকান্তের হে মহাজীবন কবিতার চিত্রায়ন করা হয়েছে বলে জানান মকবুল হোসেন পাইক। এর গল্প বলতে গিয়ে পাইক বলেন, সংসার সমরাঙ্গনে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মোবারক হোসেন কিছুটা নির্বিকার প্রকৃতির মানুষ। তিনি মাতৃভূমিকে প্রচÐ ভালোবাসেন। দেশ নিয়ে তার গর্বের শেষ নেই। চাকরি করেন আয়কর বিভাগে। মোবারক তার প্রিয় আয়কর বিভাগকে ভীষণ ভালোবাসেন। আয়কর বিভাগকে তার কাছে মনে হয় একটি বৃহৎ একান্নবর্তী পরিবারের মতো। প্রতিটি কর্মকর্তা-কর্মচারী, করদাতা, কর আইনজীবী সবাই অনেক আপন। এই বিভাগের প্রতিটি ইট-কাঠ-পাথরের সাথে মোবারকের ঘনিষ্ঠতা আন্তরিকতায় পরিপূর্ণ। মোবারক হোসেন ভাবেন স্বাভাবিক নিয়মে তিনি একদিন অবসরে চলে যাবেন। তিনি থাকবেন না কিন্তু এই বিভাগ থাকবে। জীবনের স্বর্ণালী দিনগুলো এখানে কেটে গেছে। শুধু তাই নয় মৃত্যুর পর পৃথিবীপৃষ্ঠে যতদিন তার নাম ঘুরে ফিরে আসবে ততদিন সবাই তাকে ইনকাম টেক্সের লোক বলে জানবে। মোবারক সিদ্ধান্ত নেয় তার জীবনের সকল আবেগ অনুভূতি আর ভালবাসায় প্রিয় বিভাগ নিয়ে একটি সিনেমা বানাবে। এভাবে গল্প এগিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।