Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমণিকে বাদ দিয়েই সিনেমার শুটিং শেষ

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণির সিডিউল ফাঁসানো নতুন কিছু নয়। তার এই আচরণে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কয়েক জন নির্মাতা। সর্বশেষ গত শুক্রবার তিনি সিডিউল ফাঁসিয়েছেন আমার প্রেম আমার প্রিয়া সিনেমার। শুক্রবার সকাল থেকে গাজীপুরের হোতাপাড়ায় ছিল সিনেমাটির শেষ অংশের শুটিং। আগেই পরীমণির সিডিউল পরিচালক নিয়ে রেখেছিলেন। কিন্তু পরীমণি শুটিংয়ে আসেননি। সিনেমাটির পরিচালক শামীমুল ইসলাম শামীম জানান, শুটিংয়ের দিন সারাদিনই পরীমনি বাসায় ছিলেন। মোবাইলে ফোন করে অনেক মিনতি করেছি শুটিং করার জন্য, তারপরও তিনি আসেননি। এতে প্রযোজকের লাখ টাকা লোকসান হয়েছে। পরিচালক জানান, ঐ দিন একটি গানের শুটিং ছিল। পরীমনি আসেননি বলে গানটি বাদ দিয়েই ক্যামেরা ক্লোজ করা হয়েছে। তবে গানটি না থাকায় গল্পে কোনো সমস্যা হবে না। তিনি জানান, শুধুমাত্র পরীমণির সিডিউল ঘাপলার কারণে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হতে দেড় বছর লেগেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীমণিকে বাদ দিয়েই সিনেমার শুটিং শেষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ