ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শুক্রবার নিজ ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে ৩-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচটিতে প্রথমে গোল হজম করলেও পরবর্তীতে একে একে তিনবার বল জালে জড়ায় রেডরা।
লিভারপুলের বড় জয়ের দিনে একটি গোল করেছেন মোহাম্মদ সালাহ। এর মাধ্যমে প্রিমিয়ার লিগে টানা ১৫টি ম্যাচে হয় তিনি গোল করেছেন বা গোল করিয়েছেন। আর এর মাধ্যমে গড়েছেন রেকর্ড। এখন যৌথভাবে লিস্টার সিটির জেমি ভার্ডির সঙ্গে তিনি টানা সবচেয়ে বেশি ম্যাচে দলের গোল করার দিক দিয়ে অবদান রেখেছেন৷ ভার্ডি ২০১৫ সালের আগস্ট মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এ কীর্তি গড়েছিলেন৷ এখন তার রেকর্ডে ভাগ বসালেন সালাহ।
ম্যাচটিতে মাত্র ৭ মিনিটের সময় জোনজো সেলভি গোল করে নিউক্যাসলকে এগিয়ে নেন। থিয়াগোর ভুলে তিনি গোলটি করার সুযোগ পান৷ লিভারপুল এ গোল শোধ করে ২১ মিনিটের সময় দিয়েগো জোতার গোলে। ২৫ মিনিটের সময়ই সালাহ গোল করে দলকে লিড এনে দেন। এরপর দলের হয়ে তৃতীয় গোলটি করেন ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ঠিক আগ মূহুর্তে।
এদিকে আজকের ম্যাচটির মাধ্যমে লিভারপুল টানা ৩২টি ম্যাচে গোলের দেখা পেয়েছে। মানে নিজেদের খেলা শেষ ৩২টি ম্যাচে তাদের কেউ গোল করা থেকে আটকাতে পারেনি। যা লিভারপুলের পুরো ফুটবল ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি টানা ম্যাচে গোল করার রেকর্ড।