Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ না জেতে ৫০ গোল করে লাভ কি? প্রশ্ন এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ৭:০২ এএম
ব্যক্তিগত সাফল্য নিয়ে একটুও ভাবেন না কিলিয়ান এমবাপ্পে৷ তার প্রধান লক্ষ হলো দলগতভাবে শিরোপা জয় করা।  সে কথাটিই আবার মনে করে দিয়েছেন ফরাসি বিশ্বকাপজয়ী এ তারকা। গতকাল পিএসজির নিজস্ব টিভির সঙ্গে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন ব্যক্তিগতভাবে যদি তিনি একাই এক মৌসুমে ৫০টি গোল করেন, তাতে লাভ কি? যদি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগই জয় না করতে পারে? তার মূল কথা হলো তিনি যদি কম গোলও করেন ও পিএসজি সাফল্য পায় তাহলে তাতে কোন আক্ষেপ থাকবে না বরং তিনি খুশি হবেন৷ 
 
এ ব্যপারে এমবাপ্পে বলেন, ‘শেষ মৌসুম আমার জন্য ভালো ছিল৷ আমি ৪০টি গোল করেছিলাম। কিন্তু আমরা ঘরোয়া শিরোপাও জিতিনি, চ্যাম্পিয়ন্স লিগও জিতিনি।’
 
‘শেষে গিয়ে আমি ভাবি ৫০টি গোল করে কি লাভ? আমরা যদি না জিতি (শিরোপা)। আমি লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাকেই এগিয়ে রাখব নিজের গোল করার চেয়ে।’
 
‘গত মৌসুম ভালো ছিল। কিন্তু আপনি খুশি হতে পারেননি। লক্ষ হলো শিরোপা জয় করা। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
 
এদিকে এবার অবশ্য ঘরোয়া লিগে পিএসজির সময়টা বেশ ভালো যাচ্ছে। তারা মৌসুমের শুরু থেকে শীর্ষস্থান ধরে রেখেছে৷ এখন শুধু চ্যাম্পিন্স লিগে নিজেদের সেরাটা খেলতে হবে তাদের। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড ষোলতে পিএসজি খেলবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এরপর যদি রিয়ালকে টপকাতে পারে তাহলে তারা খেলবে কোয়ার্টার ফাইনালে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ