Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ রান তাড়া করার নতুন রেকর্ড গড়ে জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ১০:৫১ পিএম
করাচি জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্ট সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। 
 
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান করে ক্যারিবীয়রা। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৮.৫ ওভার খেলে পাকিস্তান জয়ের বন্দরে পৌছে যায়। টি-টোয়েন্টিতে যা তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড। এর আগে টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ বছরই সেঞ্চুরিয়ানে ২০৪ রান তাড়া করে জিতেছিল তারা। টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ১৮৯ করে প্রোটিয়াদেরই হারায় পাকিস্তান। আর ২০ ওভারের ম্যাচে তাদের এই তিনটি জয়ের সবগুলোই এসেছে ২০২১ সালে। সব মিলিয়ে দুর্দান্ত একটি বছর কাটাল তারা। 
 
ম্যাচটিতে ব্রেন্ডন কিংয়ের ৪৩, শারমাহ ব্রুকসের ৪৯, নিকোলাস পুরানের ৬৪ ও ড্যারেন ব্রাভোর ৩৪ রানের সুবাদে পাহাড় সমান রান দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ৷ কিন্তু মোহাম্মদ রিজওয়ানের ৮৭ ও বাবর আজমের ৭৯ রানের সুবাদে জয়ের পথ সুগম হয় পাকিস্তানের। এরপর আসিফ আলীর ৭ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাবর আজমের দল।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ