Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজের মাঝ পথেই পাকিস্তান ছাড়ছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ১০:১৬ পিএম
ওয়েস্ট ইন্ডিজ দলে করোনা ভাইরাস ছড়িয়ে পরার পর জানা যাচ্ছিল ওয়ানডে সিরিজ না খেলেই নিজ দেশে চল যাবেন খেলোয়াড়রা৷ অবশেষে এলো সে ঘোষণা। সিরিজের মাঝ পথেই পাকিস্তান ত্যাগ করতে যাচ্ছে উইন্ডিজ বহর। তবে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের আরো কিছুদিন অপেক্ষা করে এরপর পাকিস্তান ছাড়তে হবে। ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল সেটি স্থগিত করে দেয়া হয়েছে। এখন আইসিসি ওয়ানডে সুপার লিগের এ ম্যাচগুলো হবে ২০২২ সালের জুন মাসে। 
 
সিরিজটি স্থগিত করে দেয়ার ঘোষণা দিয়েযৌথ বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।  ওয়ানডে সিরিজ স্থগিত করার কারণ ব্যাখ্যা করে দুই বোর্ড বলেছে, ‘দুই দলের যাতে ভালোর কথা ভাবার সঙ্গে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সীমিত শক্তিমত্তার কথা ভেবে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজটি ২০২২ সালের জুন মাসের শুরু পর্যন্ত স্থগিত করা হয়েছে। এতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সেরা খেলোয়াড়দের নামাতে পারবে।’
 
পাকিস্তানে সফররত ওয়েস্ট ইন্ডিজ দলে মোট ৬ জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হন। এরপর টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটিই খেলতে চাননি দেশটির খেলোয়াড়রা। কিন্তু পাকিস্তান তাদের রাজী করিয়ে শেষ ম্যাচটিতে মাঠে নামায়। এর আগে করাচিতে হওয়া তিনটি ম্যাচের প্রথম দুটিতে জয় তুলে নিয়ে আগেই সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ