Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবসে ছাত্রলীগের টি-শার্ট ছিনতাই

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৯:৪০ পিএম

বিজয় দিবস উপলক্ষে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কর্তৃপক্ষের বানানো টি-শার্ট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের একদল নেতাকর্মীর বিরুদ্ধে। এর প্রতিবাদ করায় প্রিন্সিপালের সামনে ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে রক্তাক্ত আহত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে টি-শার্ট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রিন্সিপাল মোহাম্মদ কামরুল ইসলাম। এরপর বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা ঘটে। আহত মহসীন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহসীন কলেজের প্রিন্সিপাল সাংবাদিকদের জানিয়েছেন বিজয় দিবস উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কিছু টি-শার্ট বানানো হয়। বুধবার সন্ধ্যায় সেগুলো ডেলিভারি নিয়ে কলেজে আসছিলেন কয়েকজন কর্মচারী। এসময় তাদের কাছ থেকে কয়েকজন ছাত্র বেশকিছু টি-শার্ট কেড়ে নিয়ে চলে যায়। তাদের শনাক্ত করা হয়েছে। শিক্ষক পরিষদের বৈঠকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে টি-শার্ট ছিনতাইয়ের ঘটনায় আজাদ, মিনহাজ, সুমন, জীবনসহ আরও কয়েকজন জড়িত ছিলেন, যারা কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। মহসীন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন তাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত।

কলেজ ক্যাম্পাসে শহিদ মিনারে ফুল দিতে গিয়ে উভয়পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। পরে মামুন প্রিন্সিপালের কক্ষে গিয়ে টি-শার্ট ছিনতাইয়ের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি কেন, জানতে চান। বিকেল ৪টার দিকে মামুন আবারও কয়েকজন অনুসারী কর্মী নিয়ে গিয়ে ছিনতাইয়ের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তখন অভিযুক্তরা মামুনের অনুসারী ইমরান হোসেন ইমনকে টেনেহিঁচড়ে বের করে মারধর করতে থাকেন। মামুন প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ