নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধামন্ত্রী শেখ হাসিনা জাতিকে শপথ বাক্য পাঠ করান। সারা দেশের মানুষের সঙ্গে ক্রীড়াবিদ ও সংগঠকরাও এই শপথে অংশ নেন। একই সময়ে মোহাম্মদ আলী বক্সিং স্টেডয়ামে বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতায় খেলতে আসা ৮০ জন বক্সার দাঁড়িয়ে এই শপথে অংশ নেন। এ প্রসঙ্গে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন, ‘মহাবিজয়ের মহানায়ক-শিরোনামে প্রধানমন্ত্রী জাতিকে যে শপথ বাক্য পাঠ করান, সেখানে বক্সারসহ আমাদের সকলের অংশ নেওয়াটা কর্তব্য।’ এ সময় সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ উপস্থিত ছিলেন। দু’দিন ব্যাপী বিজয় দিবস বক্সিংয়ের তিনটি গ্রুপে নয়টি ওজন শ্রেণীতে অংশ নিচ্ছেন বক্সাররা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।