Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিতেছে শেখ হাসিনা ও শেখ জামাল হাউজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৮:৫১ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসে ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে দিনব্যাপী খেলায় জিতেছে শেখ হাসিনা ও শেখ জামাল হাউজ। বৃহস্পতিবার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ছেলেদের ফুটবল টুর্নামেন্টে সুমন মিয়ার গোলে শেখ জামাল হাউজ ১-০ ব্যবধানে হারায় শেখ কামাল হাউজকে। অন্যদিকে মেয়েদের ব্যাডমিন্টন দ্বৈত ইভেন্টে শেখ হাসিনা হাউজের মলিনা আক্তার ও জান্নাতুল ফেরদৌস জুটি ২-০ সেটে শেখ রেহানা হাউজের সুমা খাতুন ও শামীমা নূরীন ইতি জুটিকে হারিয়ে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক কে এম আলী রেজা (যুগ্ম সচিব)। এসময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মো. ফজলে এলাহী, ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. তারিকউজ্জামান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপত্বি করেন শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ পারভীন লায়লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ