প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়ক শাকিব খান যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করছেন বলে কিছুদিন আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের সত্যতা এখন মিলছে। শাকিব এখন আমেরিকায় অবস্থান করছেন। সেখানে ৬ মাস অবস্থান করবেন। ইতোমধ্যে অভিনয়শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন তিনি। গত বছর একটি দক্ষ এজেন্সির মাধ্যমে আবেদন করেন। জানা যায়, যুক্তরাষ্ট্রে তার নাগরিকত্ব লাভের বিষয়টি দেখাশোনা করছে আমেরিকাপ্রবাসী এক নেপালি উকিল। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে যান শাকিব। তবে তার এ যাওয়ার নেপথ্য কারণ সেখানের নাগরিকত্ব পাওয়া। ফলে তাকে সেখানে প্রায় ৬ মাস থাকতে হবে। প্রযোজক খোরশেদ আলম খসরু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শাকিব আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন। ফলে তাকে ছয় মাস সেখানে থাকতে হবে। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার শুটিংয়ের জন্য আমেরিকার ভিসা চেয়েছিলেন শাকিব। তার সেসব ভিসার আবেদন নামঞ্জুর হয়েছে। অবশেষে তিনি আমেরিকায় গিয়েই সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। উল্লেখ্য, আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে সহজ ইবি ক্যাটাগরির মাধ্যমে সুযোগ দিয়েছে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের আবেদনের জন্য। এর মাধ্যমে যারা মেধাবী এবং দক্ষ পেশাজীবীরা আমেরিকায় স্থায়ী হওয়ার আবেদন করতে পারেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনকারীর গুণাবলী ও দক্ষতা কাজে লাগালে আমেরিকা উপকৃত হবে এমনটি মনে হলে তাকে গ্রিন কার্ড দেয়া হয়। শিক্ষক, চিকিৎসক, শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ীসহ নানা ধরনের পেশাজীবীর মধ্যে যাদের নিজস্ব গবেষণাপত্র আছে কিংবা বিশেষ সম্মানসূচক পদক বা সম্মাননাপত্র পেয়েছেন তারা এ সুযোগ নিতে পারেন। এরই মধ্যে বাংলাদেশের অনেকেই এ কোটার ভিসা নিয়ে গ্রিন কার্ড পেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।