Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারতেও পালিত হলো বিজয়ের সুবর্ণজয়ন্তী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৭:৪২ পিএম

বাংলাদেশের স্বাধীনতা ও ১৯৭১ সালের যুদ্ধের সুবর্ণজয়ন্তী পালিত হলো ভারতেও। এছাড়া আলাদা অনুষ্ঠান করেছে বিরোধী দল কংগ্রেস। ১৯৭১ সালে পাকিস্তানের পরাজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ বৃহস্পতিবার ভারতজুড়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। দিল্লিতে প্রতিরক্ষা বাহিনী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের দিল্লি, কলকাতা, আগরতলা, গুয়াহাটি দূতাবাসেও পালিত হয় অমর বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী।

দিল্লির ইন্ডিয়া গেটে জাতীয় যুদ্ধ স্মারকে বাংলাদেশের স্বাধীনতা ও ১৯৭১-এর যুদ্ধের সুবর্ণজয়ন্তী পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এই বিজয় দিবস পালনের অঙ্গ হিসাবে চারটি বিজয় দিবস টর্চ বা জ্যোতি দেশের সর্বত্র পাঠানো হয়েছিল। সেই টর্চ আবার ফিরে এসেছে দিল্লিতে। চারটি টর্চের আগুন নিয়ে প্রধানমন্ত্রী মোদী তা মিশিয়ে দেন যুদ্ধ স্মারকের অমর জওয়ান জ্যোতিতে।

এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে মোদী স্মারকে ফুল দেন। সেনার বিউগল বাজে। নীরবতা পালিত হয়।

মোদী টুইট করে বলেছেন, ''৫০তম বিজয় দিবসে আমি মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও ভারতীয় সেনার আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা একসঙ্গে লড়াই করে দমনকারী শক্তিকে হারিয়েছি। ঢাকায় রাষ্ট্রপতির উপস্থিতি প্রতিটি ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যবাহী।''

রাজনাথ সিং ও সেনাবাহিনীর তরফ থেকে এদিন ১৯৭১-এর যুদ্ধের কিছু ছবিও টুইট করা হয়েছে।

কংগ্রেসের আলাদা অনুষ্ঠান

কংগ্রেসের তরফ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও ১৯৭১-এর যুদ্ধের ৫০ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে সেই অনুষ্ঠান ছিল বুধবার রাতে। সেখানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ''৫০ বছর আগে বাংলাদেশের সাহসী ও মহান মানুষরা নিজেদের নতুন ভবিষ্যতের সূচনা করেছিলেন। ভারত তাদের পাশে দাঁড়িয়েছিল। তারা শুধু এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল তাই নয়, তারা আন্তর্জাতিক জনমত সংগঠিত করেছে, বিভিন্ন মঞ্চে তারা সোচ্চার হয়েছে এবং যখন আক্রান্ত হয়েছে, তখন সফল সামরিক অভিযানও করেছে।''

সোনিয়া বলেছেন, ''সেই সময় বাংলাদেশের পাশে যারা দাঁড়িয়েছিল, তাদের মধ্যে ভারত অন্যতম। ভারতের সেনার শৌর্য, ত্যাগ ও পরাক্রম ছিল অসাধারণ। আমরা সেনাকে স্যালুট করছি।''

১৯৭১-এর যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন, তাদের শ্রদ্ধা জানানো হচ্ছে।

সোনিয়া বলেছেন, ''কয়েকজন মানুষের অবদান ভোলা যাবে না। আজ আমরা গর্বের সঙ্গে ইন্দিরা গান্ধীকে স্মরণ করছি।'' এরপর ইন্দিরা কীভাবে কাজ করেছিলেন তা বলেন সোনিয়া। কংগ্রেস সভানেত্রীর বক্তব্য, ''আজ বাংলাদেশের জনগণকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তারা অনেক উন্নতি করেছে। তারা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের এই সাফল্য অসাধারণ।'' সোনিয়ার মতে, ''এই বিজয় আসলে বাংলাদেশের মানুষের দৃঢতার জয় এবং সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের মানুষের জয়।'' কংগ্রেস প্রতিটি রাজ্যে এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করছে। সূত্র : পিটিআই



 

Show all comments
  • মো শফিকুল ইসলাম ১৭ ডিসেম্বর, ২০২১, ৮:৪০ এএম says : 0
    তারা কি আমাদের সুবর্ণ জয়ন্তী পালন করলো নাকি তাদের বিজয় সুবর্ণ জয়ন্তী পালন কললো -??
    Total Reply(0) Reply
  • সারওয়ার ১৭ ডিসেম্বর, ২০২১, ২:২০ পিএম says : 0
    ভারত বাংলাদেশের বিজয় দিবস পালন করেনি, তাদের টা বিজয় সুবর্ন / শুরুর জয়ন্তী পালন করলো, যা ৫০ বছর আগে শুরু হয়েছিল
    Total Reply(0) Reply
  • গোলাম কিবরিয়া ১৮ ডিসেম্বর, ২০২১, ৩:৫৭ এএম says : 0
    সুবর্ণ জয়ন্তীতে আমি ইন্দিরাজীকে বিশেষভাবে স্মরণ করতে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই।সাথে সাথে পশ্চিম বঙ্গ, ত্রিপুরাস সীমান্তবর্তী ভারতীয় রাজ্যসমূহের জনসাধারণকে কৃতজ্ঞতা জানাচ্ছি;তাদের দরদী মন অসহায় বাঙালীদেরকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ