Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনামসজিদ স্থলবন্দর : শুরু হয়নি জিকা ভাইরাস শনাক্তকরণ কার্যক্রম

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনামসজিদ স্থলবন্দরে এখনও কাজ শুরু করেনি জিকা ভাইরাস শনাক্তকরণে মেডিকেল টিম। ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অনায়াসে প্রবেশ করছে বাংলাদেশে। জানা গেছে, দক্ষিণ আমেরিকার পর সর্বশেষ পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমাঞ্চল জিকা ভাইরাসের ঝুঁকির খবর পাওয়া গেছে। বিশেষ করে ভারতের বাঙ্গালুর ও পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহরগুলোতে ভারত সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। আর এসব শহরের পাশর্^বর্তী এলাকা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ফলে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন প্রায়ই ভারত থেকে চিকিৎসা শেষে আসা রোগী, পণ্যবাহী ট্রাকের চালক, হেলপার, ব্যবসায়ীসহ ১ হাজারেরও বেশি লোক ভারত যাতায়াত করায় বাংলাদেশেও জিকা ভাইরাসের ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। এ আশঙ্কা থেকে ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে অন্যান্য স্থলবন্দর। কিন্তু সোনামসজিদ স্থল বন্দরে এখন পর্যন্ত মেডিকেল টিমের কার্যক্রম শুরু হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঞ্জীব কুমার কর্মকার জানান, জিকা ভাইরাস শনাক্তকরণে এখন পর্যন্ত সিভিল সার্জন অফিস থেকে মেডিকেল টিম গঠনের কোন নির্দেশনা পাইনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনামসজিদ স্থলবন্দর : শুরু হয়নি জিকা ভাইরাস শনাক্তকরণ কার্যক্রম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ