Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনব গাঁজার টিকিট, কাজ শেষে খেয়ে ফেলা যাবে!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৫:১৯ পিএম

সারাদিন ঘুরে বেড়ানোর পর যখন খুব ক্লান্ত লাগবে, মনে হবে আর নয়, এবার একটু বিশ্রাম দরকার, তখন চাইলে টিকিটটা খেয়ে ফেলতে পারবেন৷ তাতে ক্লান্তি দূর হবে, মনে আসবে প্রশান্তি৷ হ্যাঁ, বার্লিনে ছাড়া হয়েছে এমন টিকিট!

টিকেটের দাম ৮.৮০ ইউরো (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮৫২ টাকা)। পুরো একটা দিন পুরো বার্লিন শহর ঘুরে দেখা যাবে এই টিকিট নিয়ে৷ এমন টিকিট অবশ্য আগেও বাজারে ছেড়েছে জার্মানির রাজধানীর গণপরিবহণ কর্তৃপক্ষ বিভিজি৷ এবারের টিকিটটিতে আছে এমন সব উপাদান তা যে টিকিটে থাকতে পারে তা আগে হয়ত কেউ ভাবেননি৷

বিভিজি জানিয়েছে, পুরো টিকিটের গায়ে থাকবে তিসির তেলের আবরণ৷ টিকিটে তিসির তেলের আবরণের কথা শুনেই আপনি অবাক? তিসির তেলের সঙ্গে কিন্তু গাঁজা গাছের বীজ থেকে তৈরি তিন ফোঁটার মতো ‘গাঁজা-তেলও' রয়েছে৷ কেউ তিসির তেল বা গাঁজা পছন্দ করলেই কাগজের তৈরি টিকিট খাবে কেমন করে? তাদের আশ্বস্ত করতে বিভিজি জানিয়েছে, এই টিকেটে এমন কাগজই ব্যবহার করা হয়েছে যা আসলে ‘ভোজ্য কাগজ’৷

বিভিজির দাবি, গাঁজা মেশানো থাকলেও এই টিকিট খেলে কারো নেশা হবে না, বরং নাকি ফুরফুরে একটা অনুভূতি হবে৷ এমন টিকিট চালু করার মাধ্যমে বার্লিনের পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি বিভিজি কি গাঁজা সর্বস্তরে বৈধ করার পক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করছে? তা একেবারেই নয়৷ বিভিজি জানিয়েছে, তারা বৈধ, অবৈধ সব ধরনের নেশা দ্রব্য বা মাদকের বিরুদ্ধে৷ তাহলে কেন টিকিটে তিন ফোঁটা গাঁজার তেল? বিভিজির জবাব- এটা এমন এক প্রচার-কৌশল যাতে ভোক্তার পরিতৃপ্তিকে গুরুত্ব দেয়া হয়েছে৷

‘অভিনব’ টিকিট ছেড়ে প্রচার, প্রসারের চেষ্টা আগেও করেছে বিভিজি৷ ২০১৮ সালে অ্যাডিডাসের স্নিকার টিকিট হিসেবে বাজারে ছেড়েছিল তারা৷ সেটা ছিল বার্ষিক টিকেট৷ ৭৬১ ইউরো দামের বার্ষিক টিকিট সেবার ছাড়া হয়েছিল ১৮০ ইউরোতে৷ তবে স্নিকারগুলো সাধারণ স্নিকার ছিল না৷ একেবারে বার্লিনের মেট্রো রেলের আসনের আদলে তৈরি করা বিশেষ স্নিকার ছিল সেগুলো৷ সূত্র: এএফপি, ডিপিএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ