Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর জন্য মিষ্টি-কেক-বিস্কুট এনেছেন ভারতের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ১:১১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মিষ্টি, কেক ও বিস্কুট উপহার নিয়ে এসেছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

ঢাকা সফররত ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই উপহারের কথা জানান তিনি।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাতের জন্য রামনাথ কোবিন্দের অবস্থানস্থল হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পৌঁছান। ভারতের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র জানান, ভারতের রাষ্ট্রপতি তার নিজের প্রেসিডেন্ট ভবনে তৈরি করা মিষ্টি, কেক ও বিস্কুট নিয়ে এসেছেন উপহার হিসেবে। এগুলো তিনি প্রধানমন্ত্রীকে নিজ হাতে গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

গত মৌসুমে বাংলাদেশ থেকে আম পাঠানো হয়েছিল ভারতে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেই আম মিষ্টি ও সুস্বাদু বলে বৈঠকে জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট। আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। আগামী মৌসুমে আরও বেশি আম পাঠানোর অনুরোধও করেছেন।



 

Show all comments
  • Jamal Hossain ১৬ ডিসেম্বর, ২০২১, ৬:৪৫ পিএম says : 0
    এগুলোর সাথে তিস্তার পানির দরকার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সফর

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ