মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডমিনিকান রিপাবলিকের রাজধানী স্যান্টো ডমিনগোর লাস আমেরিকাস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি ভেঙে পড়ে। বিমানসংস্থার তরফে বুধবার জানানো হয়েছে, বিমানে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে নয়জন ছিলেন। সকলেই মারা গেছেন।
সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ''খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা শোকস্তব্ধ। বিমানে সাতজন যাত্রী এবং দুইজন বিমানকর্মী ছিলেন। বিমানটির মিয়ামি থেকে আসছিল। বিমানবন্দরে তা ভেঙে পড়ে।''
পুয়ের্তো রিকোর সঙ্গীত পরিচালক ও প্রযোজক, তার স্ত্রী ও ছেলে ওই বিমান দুর্ঘটনায় মারা গেছেন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। এই সঙ্গীত প্রযোজকের নাম জোস এঞ্জেল হার্নান্ডেজ। তিনি ফ্লো লা মুভির নামে সঙ্গীত প্রযোজনা করতেন।
সঙ্গীতের পত্রিকা বিলবোর্ড এবং স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে, হার্নান্ডেজ, তার স্ত্রী জিমেনেজ গার্সিয়া ও ছেলে জেডেন দুর্ঘটনায় মারা গেছেন। সূত্র: এপি, এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।