পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হাইকোর্টের আদেশ অগ্রাহ্য করে অস্ট্রেলিয়ায় শিশুকে নিয়ে পালিয়ে যাওয়া বাংলাদেশি ধনাঢ্য পিতা শাহিনুর টিআইএম নবীকে ৬ মাসের কারাদন্ড এবং ১ লাখ টাকা অর্থ দন্ড দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
অ্যাডভোকেট ফাওজিয়া করিম বলেন, আদালত অবমাননার জন্য শিশুর বাবা শাহিনুর টিআইএম নবীকে ৬ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ১ মাস কারাদন্ড ভোগ করতে হবে তাকে। এছাড়া ফেসবুকে আদালত অবমাননামূলক পোস্ট দেয়ায় শিশুর দাদা টিএম নবীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছেন হাইকোর্ট। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে আদালতের এই আদেশ অস্ট্রেলিয়ার সরকার ও অস্ট্রেলিয়া হাই কমিশনকে জানাতে বলা হয়েছে। গত ৭ ডিসেম্বর বাংলাদেশি নাগরিক শাহিনুর টিআইএম নবী ও তিন বছরের শিশুকে অস্ট্রেলিয়া থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। টিআইএম নবীর বাবা টিএম নবীকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। কিন্তু আদালতের আদেশ বাস্তবায়ন হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।