বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার দেবিদ্বারে মেয়েকে ধর্ষণের দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জাহেদুল কবির এ রায় দেন। যাবজ্জীবন কারাদ-ে দ-িত জামশেদ আলমের বাড়ি দেবিদ্বার উপজেলায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মিজানুর রহমান মজুমদার জানান, ২০১৬ সালের ২৪ জুলাই রাতে জামশেদ তার নিজ কন্যাকে ধর্ষণ করেন। ২৫ জুলাই ওই মেয়ের মা দেবিদ্বার থানায় জামশেদের নামে মামলা করেন। পুলিশ তাকে মামলায় গ্রেফতার করে। দীর্ঘ শুনানি শেষে বিচারক তাকে যাবজ্জীবন কারাদ- ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদ- দিয়েছে।
মেয়ের মা বলেন, আমার স্বামী মেয়েকে কয়েকবার ধর্ষণ করেছে। এটা নিয়ে সালিশ হলেও সে একই কাজ আবার করে। এরপর আমি মামলা করি। তবে আমি তার মৃত্যুদ- শুনতে চাইছিলাম। তার মতো মানষের বেঁচে থাকাটা মানে সমাজে পিতা শব্দটাকে কলঙ্কিত করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।