Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কান্নাভেজা চোখে আগুয়েরো জানালেন আর ফুটবল খেলবেন না

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ৬:৫৩ পিএম
হার্টের সমস্যার কারণে ফুটবলকে বিদায় জানাবেন আগুয়েরো। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল এ কথা। অবশেষে সত্যি হলো তা। আজ তার বর্তমান ক্লাব বার্সার আয়োজনে একটি অনুষ্ঠানে কান্নাভেজা চোখে আগুয়েরো বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আর ফুটবল খেলব না’
 
গত মাসে অর্থাৎ নভেম্বরে বুকে ব্যথা নিয়ে ম্যাচ চলাকালীন সময়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন সুপারস্টার। তখন বলা হলো তিন মাস মাঠে নামতে পারবেন না তিনি। কারণ বার্সার ডাক্তাররা মনে করেছিলেন এ সময়ের মধ্যে সেরে উঠবেন আগুয়েরো। তবে গত কয়েকদিন ধরে ডাক্তাররা যতোটা প্রত্যাশা করেছিলেন সেরকমভাবে সুস্থ হয়নি তার হার্ট। তাই তাকে পরামর্শ দেয়া হয় ফুটবলকে গুডবাই জানিয়ে দিতে। সেই পরামর্শ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আজ তিনি জানিয়ে দিলেন প্রিয় ফুটবল মাঠ আর মাতাবেন না। 
 
এ মৌসুমেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। ইচ্ছে ছিল নিজের স্বদেশী লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই ক্লাবে খেলবেন। কিন্তু মেসি চলে যান পিএসজিতে। আর আগুয়েরোকে ফুটবলকেই বিদায় জানিয়ে দিতে হলো।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ