Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন ফখরুল : হানিফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ৬:৩৬ পিএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য প্রতিদিন চিৎকার করে যাচ্ছে। কিন্তু কোন যুক্তিতে, কোন আইনের বলে আপনারা খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চাচ্ছেন, সে ব্যাখ্যা দেন। আজ বুধবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, লন্ডনে বসে তারেক রহমান ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আর মির্জা ফখরুল প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন কখনো সফল হবে না । এটা ভাবার কারণ নেই যে, আওয়ামী লীগ ছোট ও দুর্বল সংগঠন। হানিফ বলেন, বিএনপি নেতারা মানবিকতার কথা বলছেন। অভিযোগ করছেন সরকার নাকি মানবিক নয়। মির্জা ফখরুল সাহেব আপনারা মানবিকতার কথা যদি বলেন, তাহলে তো আপনাদের লজ্জা পাওয়া উচিত। খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন। বিএনপির বড় বড় আইনজীবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন।

তিনি বলেন, খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের মধ্যে মুক্ত, তার দণ্ড স্থগিত। তিনি রাজনীতি করতে পারবেন না। তিনি দেশের মধ্যে যে কোনো জায়গায় চিকিৎসা নিতে পারেন এবং তিনি চিকিৎসা নিচ্ছেন। এর থেকে কী মানবিকতা আশা করতে পারেন। এর চেয়ে মানবিকতা দেখানোর সুযোগ কোথায়? এরপরও বিএনপি নেতারা মানিবকতার কথা বলছেন। কারণ, সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার প্রতি যে মানবিকতা দেখানো হয়েছে তা বিতর্কিত করার জন্য প্রতিদিন বিএনপি নেতারা মানবিকতার দোহাই দেন। আপনাদের অমানবিক কাজগুলো মানুষের সামনে থেকে ঢেকে রাখার জন্য এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৫ ডিসেম্বর, ২০২১, ৯:১১ পিএম says : 0
    অবশ্যই যাবে,চিন্তা করে লাভ নেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ