Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ ডিসেম্বর জাপার বিজয় মিছিল রাজধানীর জুরাইনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ৬:২৩ পিএম

আগামী ১৮ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর জুরাইনে বিজয় মিছিল করবে জাতীয় পার্টি (জাপা)। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধোলাইপাড়ের রাজনৈতিক কার্যালয়ে বিজয় মিছিলের প্রস্তুতি সম্পর্কিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

সৈয়দ আবু হোসেন বাবলার রাজনৈতিক সচিব সুজন দে জানান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার উদ্যোগে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির পক্ষ থেকে রাজধানীর জুরাইন রেলগেটে বিজয় সমাবেশ ও বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, শাহানাজ পারভীন, কাওসার আহমেদ, শামসুজ্জামান কাজল, ইব্রাহিম মোল্লা, সুলতান আহমদ লিপি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ