নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২২ এর সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী বছরের ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডের মাটিতে হবে আট দলের বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো খেলতে যাচ্ছে টাইগ্রেসরা। জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে যায় বাংলাদেম দল। কিন্তু মাঝপথে এটি স্থগিত হয়ে যায়। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপে খেলার সুযোগ পায়। আট দলের সবাই প্রত্যেকের বিপক্ষে একবার করে খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দেশ খেলবে সেমিফাইনালে।
নারী বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
৫ মার্চ - বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ডানেডিন
৭ মার্চ - বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ডানেডিন
১৪ মার্চ - বাংলাদেশ বনাম পাকিস্তান, হ্যামিল্টন
১৮ মার্চ- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, তাউরাঙ্গা
২২ মার্চ - বাংলাদেশ বনাম ভারত, হ্যামিল্টন
২৫ মার্চ - বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, ওয়েলিংটন
২৭ মার্চ - বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ওয়েলিংটন