Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৌরভ গাঙ্গুলী কোহলিকে নিয়ে মিথ্যা বলেছেন!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ২:৫৭ পিএম
কোহলিকে ওয়ানডের অধিনায়ক থেকে সরিয়ে দেয়ার কারণ হিসেবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন, কোহলিকে তারা টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি শোনেননি। আর তাই বোর্ড মনে করেছিল সাদা বলে দুই অধিনায়ক থাকা ঠিক হবে না। 
 
তবে আজ রীতিমতো বোমা ফাটিয়েছেন বিরাট কোহলি। তিনি বলেছেন টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার আগে কেউ তার সঙ্গে কথা বলেনি। এমনকি দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট দল ঘোষণার দেড় ঘন্টা আগে তাকে জানানো হয় ওয়ানেডের অধিনায়কত্ব হারাচ্ছেন তিনি। 
 
‘দল নির্বাচনের মিটিংয়ের দেড় ঘন্টা আগে আমার সঙ্গে নির্বাচকরা যোগাযোগ করে। আর সেই কথার শেষে তারা বলে আমি আর ওয়ানডে অধিনায়ক থাকব না। এর আগে এ বিষয় নিয়ে কোন কথাই হয়নি। আমাকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব না  ছাড়ার জন্যও কেউ বলেনি।’ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে মুম্বাই বিমানবন্দরে এসব কথা বলেন কোহলি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ