Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলি নিজ মুখে বলে গেলেন তিনি ওয়ানডে সিরিজে খেলবেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ২:৩৪ পিএম
গতকাল ভারতের সব সংবাদমাধ্যম জানায় দক্ষিণ আফ্রিকায় আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন না বরখাস্ত হওয়া সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি নিজের মেয়ের প্রথম জন্মদিনের জন্য ছুটি চেয়েছেন। তবে এটি সত্য নয়। বিরাট কোহলি নিজেই জানিয়েছেন বিষয়টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে এগুলো নিয়ে কথা বলেছেন কোহলি। 
 
সংবাদমাধ্যমগুলো জানায় অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার কারণে রাগে ক্ষোভে ওয়ানডে সিরিজে খেলবেন না। কিন্তু কোহলি নিজেই বিষয়টি খোলাসা করে গেলেন। 
 
‘আমি ছিলাম, আমি থাকব ওয়ানডের জন্য। মিটিংয়ের দেড় ঘন্টা আগে নির্বাচকরা আমার সঙ্গে যোগাযোগ করে। আমরা টেস্ট দল নির্বাচন নিয়ে কথা বলি। এরপর প্রধান নির্বাচক বললেন আমি আর ওয়ানডের অধিনায়ক থাকব না। আগে কোন কথাবার্তা হয়নি।’ বলেন কোহলি। 
 
দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ২৬ তারিখ শুরু হবে প্রথম টেস্ট। অপরদিকে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ জানুয়ারী।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ