Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেই কোনো চিকিৎসা সেবা কেন্দ্র ও বিদ্যালয় : বোদায় উন্নয়নবঞ্চিত মাজার ডাঙ্গার ৪৮ পরিবার

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সাবেক সিটমহল শালবাড়ীর আউলিয়ারঘাট মাজার ডাঙ্গা গ্রামের ৪৮টি পরিবার এখনও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন এ তথ্য পাওয়া গেছে। আবেদনপত্র পাওয়ার পার গত সোমবার সরজমিনে পরিদর্শনকালে স্থানীয় লোকজনের সাথে আলাপচারিতায় জানা যায়, গত ৩১ জুলাই ২০১৫ইং সালে সিট মহল বিনিময় চুক্তি বাস্তবায়িত হলেও এলাকার ৪৮টি পরিবারের ১৭৫ জন মানুষ তেমন কোন সরকারি সুযোগ-সুবিধা পায়নি। পাওয়ার মধ্যে পেয়েছেন শুধু মাত্র ভূমি জরিপের পর্চা। সাংবাদিক পরিচয় পেয়ে এলাকার মানুষ জন একত্রে জড়ো হয়ে তারা তাদের ক্ষোভ ও দাবির কথা জানান, এ সময় মোহাম্মদ আলী বলেন আমরা এখানে অনেক কষ্টে বসবাস করছি, এখানে নেই কোন রাস্তাঘাট। নেই কোন চিকিৎসা সেবা কেন্দ্র ও স্কুল। এখানকার শিশুরা ২ কিলোমিটার হেঁটে গিয়ে চোপড়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করছে। দূরে স্কুল হওয়ায় এখানকার শিশুরা অনেকে পড়াশুনা করে না। এ ছিট মহলের মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা তো শিক্ষিত হবার পারি নাই। আমাদের ছেলে-মেয়েদের যদি শিক্ষিত করতে না পারি তাহলে তাদের ভাগ্যের কোন উন্নয়ন হবে না। তারা আরো বলেন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে ছিটমহলের প্রত্যেক বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিবেন। কিন্তু আমরাতো এখনও কোন বিদ্যুতের আলো দেখতে পারছি না। সাবেক এই ছিটমহলের বাসিন্দাদের দাবি অন্যান্য ছিটমহলে যেভাবে উন্নয়ন হয়েছে সেভাবে যেন তাদের এই অবহেলিত ৪৮টি পরিবার যেন সরকারে সব ধরনের সুযোগ-সুবিধা পায়। তাই তারা উপজেলা ও জেলা প্রশাসনসহ সরকারের আশু দৃষ্টি কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেই কোনো চিকিৎসা সেবা কেন্দ্র ও বিদ্যালয় : বোদায় উন্নয়নবঞ্চিত মাজার ডাঙ্গার ৪৮ পরিবার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ